মানব জীবনের উদ্দেশ্য

পরম করুণাময় আল্লাহ্‌র নামে আরম্ভ করছি। সমস্ত প্রশংসাই আল্লাহ্‌র জন্য। তিনি ব্যতীত কোন প্রভু নাই। দরূদ ও সালাম আল্লাহ্‌র প্রেরিত রাসুলের (সাঃ) প্রতি। সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সেই সর্বশ্রেষ্ঠ দাতার নিকট থেকে আমরাতো নির্দেশ প্রাপ্ত হয়েছি তাঁর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করতে। সমস্ত আদেশ ও নিষেধ যথাযথ গুরুত্বের সাথে পালন করে কোন রূপ অংশীদারীত্বহীন আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে।

জীবন একটাই এবং এই জীবনের অবসাণের পর আর দ্বিতীয় কোন সুযোগ নেই এই মায়ার দুনিয়ায় ফিরে আসার। তবে হ্যাঁ - আবারো ফিরে পাব জীবন কিন্তু ভিন্ন আরেক পরিস্থিতিতে যেমনটি বলা হয়েছে পবিত্র কুরআনুল কারীমেঃ 

'আমি মৃত্তিকা হইতে তোমাদের সৃষ্টি করিয়াছি, উহাতে তোমাদেরকে ফিরাইয়া দিব এবং উহা হইতেই পুনঃরায় তোমাদেরকে বাহির করিব।'
[সূরাঃ ত-হা-৫৫]

সুতরাং এই জীবনকে দ্বিতীয় জীবনের কল্যাণার্থে বিনিয়োগ করে রব্বুল আলামীনের সাক্ষাত লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কুরআন ও সুন্নাহ মোতাবেক আল্লাহকে দেখার এই মহৎ উদ্দেশ্য হাসিল করা মানব জীবনের চুড়ান্ত মহাসাফল্যও বটে।

'যারা পরকালে আমার সাক্ষাতের আশা পোষোণ করে না এবং পার্থিব জীবনেই পরিতৃপ্ত বা ইহাতেই নিশ্চিন্ত থাকে এবং যারা আমার নিদর্শনাবলী সম্মন্ধে গাফিল ইহাদেরই আবাসস্থল অগ্নি, ইহাদের কৃতকর্মের জন্য।'
[সূরাঃ ইউনুস-৭-৮]