ঈমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কামনা-লালসার দাসত্ব বনাম ইচ্ছার স্বাধীনতা (প্রবন্ধঃ ০২)

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসাই আল্লাহ সুবহানাওয়াতায়ালার। দরুদ ও সালাম আল্লহর প্রেরিত রসূল (সাঃ) এর প্রতি।

'তুমি কি দেখনা তাকে, যে তার কামনা বাসনাকে মা'বূদ রূপে গ্রহন করে? তবুও কি তুমি তার কর্মবিধায়ক হবে? তুমি কি মনে কর যে, তাদের অধিকাংশ শুনে ও বুঝে? তারাতো পশুরই মত; বরং তারা আরোও অধম।'
[সূরাঃ আল-ফোরকান-৪৩-৪৪]

ইচ্ছা প্রয়োগের স্বাধীনতা (প্রবন্ধঃ ০১)

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসাই আল্লাহ সুবহানাওয়াতায়ালার। দরুদ ও সালাম আল্লহর প্রেরিত রসূল (সাঃ) এর প্রতি।

'আমি অবশ্যই প্রত্যেক জাতির নিকট রসূল পাঠিয়েছি, যাতে করে (তোমাদের কাছে সে বলতে পারে,) তোমরা এক আল্লাহর আনুগত্য কর এবং তাগুতকে (আল্লাহ্‌র বিরুধী শক্তি সমূহকে) বর্জন কর। সে জাতির মধ্যে অতঃপর আল্লাহ কিছু লোককে হেদায়াত দান করেন, আর কতক লোকের উপর গোমরাহী চেপে বসে গেল; অতএব তোমরা জমিনে পরিভ্রমন কর তারপর দেখ, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে তাহাদের কি ভয়াবহ পরিণাম হইয়াছে।'
[সূরাঃ নাহাল-৩৬]