পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসাই আল্লাহ সুবহানাওয়াতায়ালার। দরুদ ও সালাম আল্লহর প্রেরিত রসূল (সাঃ) এর প্রতি।
'তুমি কি দেখনা তাকে, যে তার কামনা বাসনাকে মা'বূদ রূপে গ্রহন করে? তবুও কি তুমি তার কর্মবিধায়ক হবে? তুমি কি মনে কর যে, তাদের অধিকাংশ শুনে ও বুঝে? তারাতো পশুরই মত; বরং তারা আরোও অধম।'
[সূরাঃ আল-ফোরকান-৪৩-৪৪]