প্রশ্নঃ আল্লাহ সুবহানাওয়াতায়ালাকে আমরা সবাই জানি; কিন্তু আল্লাহ সুবহানাওয়াতায়ালা যে পরিচয়ে নিজেকে পরিচিত করিয়েছেন সেই যথার্থ ও পরিপূর্ণ পরিচয় আমরা কতটুকু জানি?

প্রশ্নঃ ধর্ম, মত, বিশ্বাস ইত্যাদি নির্বিশেষে সমগ্র জগতময় এটি প্রতিষ্ঠিত যে, মানুষ-ই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু মানুষ হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠত্বের দ্বায় স্বীকার না করলে আমারা মানুষ হতে পারলাম কি?

প্রশ্নঃ সমগ্র জীবনে আমরা একটি কাজ সকলেই করে থাকি আর তা হল নিজের সময়টাকে বিলিয়ে বেড়াই কিন্তু একান্তই আমার নিজের জন্য আমার জীবনে আমার সময়ের যথার্থ ব্যাবহার করছি কি?

প্রশ্নঃ গতিশীলতা জীবনের একটি উপসর্গ, আর এই গতিশীলতার প্রধান উৎস - হয় প্ররোচণা না হয় অনুপ্রেরণা। সঠিক ভাবে প্ররোচণা এবং অনুপ্রেরণার মধ্যে পার্থক্য নির্ণয় করা উচিৎ নয় কি?

প্রশ্নঃ প্রতিনিয়ত আমরা কোন না কোন সিদ্ধান্ত গ্রহন করে থাকি এবং অধিকাংশ ক্ষেত্রেই সেই সিদ্ধান্তের ফলাফল নিজের ইচ্ছা স্বাধীন কামনা করে থাকি। সঠিক সিদ্ধান্ত গ্রহনের সামর্থ কি একটি পরিপক্ক যোগ্যতা নয়?

Loading...